আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং করে আয় উপার্জন:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ব্লগিং করে পয়সা কামানোর ধান্ধা এদেশে এখন চালু না হলেও পশ্চিমে এর সুযোগ ও কদর বাড়ছে। কেবল অ্যাড দিয়ে মাইকেল এরিংটনের টেকনোক্রান্চ ব্লগের মাসিক আয় ষাট হাজার ডলার। ডিজিটাল মিডিয়ার আয় এক মিলিয়ন ডলারের উপর। ফার্ক ডট কম এখন মাল্টিমিলিয়ন ডলারের ব্লগ ব্যবসা। উদ্যোক্তা একজন ব্লগার।

ব্লগ করে এদেশে পয়সা ইনকামের ধান্ধা করতে আরও সময় লাগবে। তবে, নতুনরা ভাবতে পারে। প্রযুক্তি, কৃষি, কাউন্সেলিং বিষয়ক ব্লগগুলো অচিরেই দেশে বসে পয়সা আয় করতে পারে। দরকার নতুন কিছু উদ্ভাবনের শক্তি। ভাষাগত ব্যবধান কমিয়ে বাইরের দুনিয়ায় ব্লগকে নিয়ে যেতে হবে।

যাদের এখন সময় যুদ্ধে যাবার (বাসার ভেতর না), তারা ভেবে দেখতে পারেন। আর আড্ডাবাজের কথা বিশ্বাস না হলে নিজের চোখেই এ নিয়ে মূল লেখাটিপড়ে দেখতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.