প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাভারে বহুতল ভবন ধসে বহু মানুষ হতাহতের ঘটনায় জামায়াত-শিবির মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরে একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি নির্মাণাধীন মুক্তিযোদ্ধা অফিসের সামনে পৌছঁলে ইটপাটকেল নিক্ষেপ করে আতংক সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মিছিলকারীরা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও গোলাম আযমের ফাঁসির দাবি সংবলিত ফেস্টু্ন ভেঙ্গে ফেলে।
এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক।
এ ঘটনার জের ধরে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে সদর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৭ শিবির কর্মীকে আটক করে।
তারা হলেন- ইউছুফ আলী (২০), সাইফুর রহমান(১৮), সাকিল মাহমুদ (১৫), শাহরিয়ার রহমান (১৮), আজগর হোসেন(১৮), রিয়াদ হোসেন (১৮), হাসান আল মামুন(২০)।
আটকদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদর থানা সড়কে হঠাৎ শিবির একটি ঝটিকা মিছিল করার চেষ্টা করে।
এ সময় পুলিশ নিরাপত্তার স্বার্থে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করে বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করে।
এদিকে জামায়াত-শিবিরের এ হামলার প্রতিবাদে দুপুরে জেলা যুবলীগ আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।