বন্ধুদের নিয়ে বাঁচি
সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে জারি করা প্রেসনোট প্রত্যাহার করেছে। একই সংগে আরেক প্রেসনোটে সরকার বলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলাচলের ওপর কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। শেখ হাসিনার বিষয়ে জারি নতুন প্রেসনোটে সরকার বলেছে বর্তমানে বিদেশ সফররত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকান্ড এবং তার ব্যাক্তিগত নিরাপত্তার বিষয়ে শংকা প্রকাশের প্রেক্ষিতে সরকার জনস্বার্থে ও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৮ এপ্রিল তারিখে একটি প্রেসনোট ইস্যু করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয় কতৃক জারিকৃত এই প্রেসনোটে পরিস্কারভাবে বলা হয়েছিল যে পদক্ষেপটি সাময়িক। তবে এ সম্পর্কে সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলের মতামত প্রকাশের প্রেক্ষিতে সরকার ইত:পূর্বে গৃহিত পদক্ষেপটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পৃথক প্রেসনোটে বলা হয়েছে
সম্প্রতি দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ সফর ও চলাচলের স্বাধীনতা বিষয়ে অনুমান নির্ভর সংবাদ ও মতামত প্রকাশিত হয়েছে এবং হচ্ছে, যা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, বিদেশ সফর বা দেশত্যাগের ব্যাপারে খালেদা জিয়ার উপর সরকারের পক্ষ থেকে কখনোই কোন প্রকার চাপ প্রয়োগ করা হয়নি এবং এখনও হচ্ছে না। তাঁর চলাচলের উপরও সরকারের পক্ষ থেকে কোন প্রকার বিধি নিষেধ আরোপ করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।