আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিক

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

বন্ধু ভালো আছিস তো? তোর শার্টের বোতাম, তোর ওড়নার প্রান্ত? আর বাচ্চাটা? সে কী দুরন্ত হয়ে উঠলো? মেঘ আর পাহাড়ের দিনগুলো কেমন কাটছে বল ৷ আমার বাড়ির পাশের নিমগাছটা কাটা পড়েছে, শুনেছিস নিশ্চই৷ তোকে সে গাছের পাতা আর সজনে ফুল চিঠি বন্দী করে৷ পেয়েছিস তো সব? তোর পাঠানো বরফ কুঁচি আঁচলের গিঁঠে মুঠি করে ধরে আছি৷ চোখে জল এসে যায় ৷ আমাদের একলা পথের হাত ধরাধরি চলা ৷ পথ কোনোদিন ফুরাবে না ৷ আমরা একসময় ফুরিয়ে যাব ৷ পিছন ফিরে একবার চেয়ে দেখব আরো কিছু নতুন মুখ আরো কিছু নতুন বন্ধু ৷ তাদের শার্টের বোতামের রঙ হয়তো আলাদা, অন্য রকম ওড়নার ডিজাইন ৷ তবু একটাই ভাষা - ভালোবাসা৷ Shudeshna। অনলাইন বাংলা ম্যাগাজিন কৌরব থেকে। http://www.kaurab.com/kau15/kau15_swapna.html

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.