আমাদের কথা খুঁজে নিন

   

একজন মমতাময়ী মা ও পৃথিবীকে দেখতে না পাওয়া এক নবজাতককে রক্ষা করা গেলনা, একজন পিতাও কি রক্ষা পাবে আইনের কঠিন জাল থেকে, কে তাদের রক্ষা করবে ? কোটালীপাড়ায় অন্ত:সত্ত্বা বধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযো



গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর নির্যাতনে তিনি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার সিতাইকুণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দেড় বছর আগে সিতাইকুণ্ড গ্রামের লিয়াকত তালুকদারের ছেলে মহিউদ্দিন তালুকদার (২২) একই গ্রামের রফিক গাজীর মেয়ে শারমিন আক্তারকে (১৮) বিয়ে করে। প্রেম করে বিয়ের পর থেকে মহিউদ্দিন বিভিন্ন সময়ে তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতো।

ঘটনার আগের রাতে মহিউদ্দিন শারমিনকে শারীরিক নির্যাতন করে। পরদিন সকালে শারমিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। তবে শারমিনের শাশুড়ি মাহামুদা বলেন, তার পুত্রবধূর এ্যাজমা রোগ ছিল। বৃহস্পতিবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়র পথে শারমিনের মৃত্যু হয়।

অন্যদিকে, শারমিনের পিতা রফিক গাজী বলেন, আমার মেয়ের কোনদিন এ্যাজমা ছিল না। তাকে নির্যাতন করে মারা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) আলীমুল হক বলেন, লাশের ময়না তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.