আমাদের কথা খুঁজে নিন

   

মামুনের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তারেক

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

গ্রেফতারকৃত বিশিষ্ট বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন স্বীকারোক্তিতে তারেক রহমানের সঙ্গে তার ব্যবসায়িক সমঙ্র্ক নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন প্রোবের চলতি সংখ্যায় মামুনের স্বীকারোক্তির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 1999-2000 সালে তারেক রহমান রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করলে মামুন নিজে তার ব্যবসা দাঁড় করান। গিয়াসউদ্দিন আল মামুন বলেছেন, ওয়ান গ্রুপ তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। ওয়ান কমঙ্োজিট মিলস লি., খাম্বা লি., প্রি কাস্ট কংক্রিট ইন্ডাস্ট্রিজ লি., ওয়ান সঙ্িনিং মিলস লি., ওয়ান ডেনিম মিলস লি. এবং ওয়ান প্রোপার্টিস/ হোলডিং লি.-এর সমন্বয়ে গড়ে ওঠা ওয়ান গ্রুপের মালিকানা পুরোপৃরো মামুনের। তারেক রহমানের আগ্রহে বিএনপি নেতাদের অনেকেই মামুনের সঙ্গে ব্যবসায়িক সমঙ্র্ক স্থাপন করে।

মামুন আরো বলেছেন, তারেক রহমানকে একাধিকবার ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দিলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি তা' প্রত্যাখ্যান করেছেন। তবে তার ব্যবসায়িক উত্থানের পেছনে তারেক রহমান ও তার পরিবারের অবদান রয়েছে বলে স্বীকার করেছেন মামুন। মামুন জানিয়েছেন, তারেকের জন্য তার ব্যবসায় অংশদারী হওয়ার দরজা সবসময়ই খোলা ছিল। যে কোনো মুহূর্তে তারেক মামুনের ব্যবসায় অংশ নিলে তাকে 50 শতাংশের বেশি মালিকানা দেয়ারও প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে এ ব্যাপারে তারেক-মামুনের মধ্যে কোনো চুক্তি সই হয়নি_ তারা চুক্তি সই করার প্রয়োজনীয়তাও অনুভব করেননি।

মামুনের কাছ থেকে টাকা পয়সা নিতেন তারেক রহমান। মামুনের ব্যবসায় অংশীদার হওয়ার প্রস াবটি ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন তারেক। মামুনের ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে তা' সমাধানের জন্য প্রয়োজনীয় পদপে নিতে কার্পণ্য করতেন না তিনি। মামুন স্বীকার করেছেন, সঙ্িনিং ও ডেনিম মিলের জন্য জমি খুঁজতে গিয়ে যখন তিনি হিমসিম খাচ্ছিলেন, তখন এ ব্যবসায় যোগ দেয়ার জন্য ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানকে বলেন তারেক রহমান। চ্যানেল ওয়ানের বিনিয়োগকারী সংগ্রহ করে দিয়েছিলেন তারেক।

তিনিই মামুনকে এ চ্যানেলটি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তার কারণেই চ্যানেল ওয়ানে কোনো অর্থনৈতিক বিনিয়োগ না করেই শেয়ার পেয়েছিলেন মামুন। তিনি আরো জানিয়েছেন, চ্যানেল ওয়ানের অর্থনীতিক দিক নয়, বরং অফিসের ডিজাইন ও সাজসজ্জা নিয়েই বেশি মাথাব্যাথা ছিল তারেকের। তারেক রহমান ও তার দলের অনেক অর্থনৈতিক লেনদেনের সাী মামুন। তিনি স্বীকার করেছেন, ওরিয়ন গ্রুপের ওবায়েদুল করিম একধিকবার বিভিন্ন কারণে তারেককে টাকা দিয়েছিল।

লুৎফুজ্জামান বাবরের মধ্যস্থতায় বসুন্ধরা গ্রুপের কাছ থেকেও টাকা নিতেন তারেক রহমান। তারেকের নির্দেশনায় যায়যায়দিন, এনটিভি ও আরটিভিতে বিনিয়োগ করে বসুন্ধরা গ্রুপ। গুলশানের সিলভার টাওয়ারে অবস্থিত ইলেক্ট্রনিক্স শো রুম সাউন্ড ভ্যালিতে তারেক রহমানের বিনিয়োগ আছে বলে মামুন জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.