অচেনা পথে হাটতে চাই অনেক দুর
কোন একসময় নাকি এই পৃথিবীতে মানুষের সভ্যতা ছিলনা। তারা জংলীদের মত আচরন করতো। কাঁচা সব জিনিস খেয়ে নিত, মায়া মমতা ছিলনা। আদব কায়দা ছিলনা। পোশাক ছিলনা।
মানুষে মানুষে ভালবাসা ছিলনা। তখনি আসলে জংলী হওয়ার স্বার্থকতা ছিল।
এখন এই সভ্য!!! পৃথিকীতে সবাই কম বেশি পাকিয়ে!!! খাওয়া খায়, মায়া!! মমতা!! আছে কিছু, আদব কায়দা!!! সেও কিছু আছে, পোশাক আশাক মাশাল্লা বেশ আছে, ভালবাসা!!! পকেট ভারী থাকলে তাও আছে, এখন অবশ্য সভ্য হওয়ার কিছুটা সাফ্যল আছে।
আগামী 7ই এপ্রিল বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলা রয়েছে, জানিনা মনে ও তেমন সাহস পাচ্ছিনা জয় বা শুভ কামনা দেবার জন্য। এই জংলীগুলার কাছ থেকে জয় ছিনিয়ে আনা কষ্টের।
অনেক ভেবে চিন্তে বের করলাম এদের সাথে পারতে হলে আমাদের দরকার .............কি দরকার??? আমার মাথায় কিছু ইন করছে না। আপনারা কিছু বলেন কি করা যায়।
বি:দ্র: ছবিগুলো দেখে ভয় পাবেন না। এরা সাউথ আফ্রিকান টিমের কয়জন প্লেয়ার। বুদ্ধি ও পরামর্শ আশা করছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।