আমাদের কথা খুঁজে নিন

   

হাওরের বিপন্ন বুনো বা জংলী গোলাপ

মহলদার
হাওরে প্রাণী বৈচিত্র্য যেমন উল্লেখযোগ্য তেমনি উদ্ভিদ বৈচিত্র্যও চোখে পড়ার মত। দিন দিন সেই বৈচিত্র্য ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারনে। আমি গাছপালা ভাল চিনিনা তবে এখনো সুনামগঞ্জ হাওর অঞ্চলে যে কত প্রজাতির গাছ-গাছড়া, জলজ উদ্ভিদ চোখে পড়ে তার অনেক কিছুই আমি অন্য কোন অঞ্চলে দেখিনি। কিছুদিন আগে প্রথম আলোয় একটা লেখা পড়েছিলাম বুনো বা জংলী গোলাপ নিয়ে। জানলাম এটি হাওর অঞ্চলে দেখা যায়, কিন্তু এখন বিলুপ্তির পথে।

লেখাটি পড়ার পর যখনই কোন হাওরে যাই, ঝোপঝাড়ের মধ্যে খেয়াল করি বুনো গোলাপের গাছ আছে কি না। এই সময়টায় সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাওরে আমার ঘোরাঘুরি। খেয়াল করতে করতে ঠিকই দেখা পেয়েছি বুনো গোলাপ এর-মাটিয়ান হাওর ও শণির হাওরে। এতদিন শুধু গাছই চোখে পড়েছে দু'একটা। গতকাল পেলাম বলা চলে এর বাগিচা।

অনেক জায়গা জুড়ে ঝোঁপের মত অনেক ঝাঁড়। ঝাঁড়ে সাদা সাদা গোলাপ ফুটে আছে অগনিত। আমি মুগ্ধ হয়ে গেলাম। মানুষ কত যত্ন করে গোলাপ চাষ করে, আর প্রকৃতিতে ফুটে আছে অযত্নে বেড়ে উঠা হাজারো গোলাপ। তাও আবার সাদা রংয়ের।

মনটা যে কি এক ভালোলাগায় ভরে গেল! কিন্ত আমার খুব তাড়া ছিল অন্য কাজে। অপেক্ষার সময় ছিল না। তার পরও দু'দন্ড থেমে ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম এর। মনটা খারাপ হল, কড়া রোদের মধ্যে সাদা রংয়ের ফুলের ছবি ঠিকমত তুলতে পারলাম না। আর তড়িঘড়ির কারনে ক্যামেরা সেটিংসও যে ঠিক ছিলনা তা খেয়াল না করেই ছবি তুলেছি, বাসায় এসে এটা দেখার পর মনটা খারাপ হয়ে গেল।

বাছাই করে দু'চারটে রাখলাম। আবার যখন ওদিকে যাব ততদিন এই বুনো গোলাপেরা থাকবে কি না কে জানে? বুনো গোলাপ সম্পর্কিত প্রথম আলোর লেখাটি এখানে । এর সম্পর্কে জানার আগ্রহ থাকলে চোখ বুলাতে পারেন। ছবিঃ লেখক।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.