নারী নিয়ে কম বিস্তর গবেষণা হয়নি।বিশ্ব কবি রবিন্দ্রনাথ থেকে শুরু করে স্টিফেন হকিং সকলেই নারী নিয়ে গবেষণা করে কোন রহস্য উৎঘাটন করতে পারেনি।কিন্তু শংকরের নিম্নোক্ত উক্তি আমার ভালো লেগেছে। '' আমার এক এক সময় মনে হয়, নারী রূপের মোহনী মায়া রসে ভরা যে দুটি চোখ, সে চোখ দুটি ট্যাঁরা । সে যখন রামের দিকে চেয়ে থাকে, রাম পুলকিত হয়, শ্যাম তখন হিংসায় জ্বলে মরে। বস্তুত পক্ষে সে রামের দিকে চায় না , শ্যামের দিকেও তাকায় না। সে তখন মধুর দিকে চেয়ে থাকে অর্থাৎ নারী নিজেই জানে না , সে কাকে চায় রামকে না শ্যামকে না ঐ মধুকে।''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।