আমাদের কথা খুঁজে নিন

   

পেছনে প্রশ্নবোধক তুমি

এক পা কার্নিশে, আর এক পা শূন্যে! পেছনে প্রশ্নবোধক তুমি। হয় ধাক্কা দাও, নচেৎ বুকে টেনে নাও। যা করার কর এক্ষুনি। করোনা সময়ক্ষেপন, মিথ্যের প্রতিপালন। করোনা ভন্ডামী।

জীবনের প্রগ্রেস রিপোট হাতে, সর্বত্রই লাল আর লাল তাতে। তা দেখে দিশেহারা আমি। এক হাত রক্তে রঞ্জিত, আরেক হাতে ব্যান্ডেজ শোভীত। কতকাল দেখবো এমনতর নোংরামী। বোকা পেয়েছ! নাকি ছাগল ভেবেছ! যে মায়ার বৃত্তে ঘোরাবে তুমি।

চাই না খেলতে এই সাপলুডু। চাইনা এই এই বৃষ্টি এই মরুর ধূ ধূ। ক্ষমা চাই আমি। হয় ধাক্কা দাও, নচেৎ বুকে টেনে নাও। যা করার কর এক্ষুনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।