আমাদের কথা খুঁজে নিন

   

পেছনে ফেলে আসা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

[রং=ড়ষরাব] [সাইজ=3] পেছনে ফেলে আসি জীবনের কত না মধুর সময় পেছনে ফেলে আসি প্রথম প্রেমের ছ'মাস ভালোবাস ! পেছনে ফেলে আসি স্মৃতির যত ফসিল হাড়, গোর, অাঁধার পেছনে ফেলে আসি যতা সত্য সাদা কালো তেমনি সামনের দিকে স্তব্ধ হয়ে থাকে জলজ অাঁখি ! কারুকার্যময় ভবিষ্যত গড়ব বলে, পেছনে ফেলে এসেছি অজস্র বর্ণমালা পেছনে ফেলে আসা কৌশলে কত না সবুজ স্বপ্ন সবকিছু কেবলি পেছনেই পড়ে থাকে সামনের সংসার পেছনে ফেলে রেখে নগরে-বন্দরে সুকোমল বিশ্বাস হাতছানি দিয়ে ডাকে কেবলি ডাকে তবে কাছে আসেনা ? একদিন প্রতিদিন করে সবকিছু ভুলে যাই যত অভিনব ভাবের ভঙ্গিমায়, ততবেশী মনে পড়ে পেছনে ফেলে আসা দিনগুলি। পেছনে ফেলে আসা দিনগুলি নীরবে নিঃশব্দে যদি ফিরে আসে তাকে আর ফেরাব না সংশব্দে পরিহাসে ভালোবাসাকে আমি ভালোবাসি মাধুর্যে-বিরহে পাওয়া না পাওয়া- পেছনে ফেলে আসা জীবনের কত ন মধুর সময় তাকে নৈঃশব্দের সীমানায় আজ ফিরে পেতে চাই .... ... [/সাইজ] [/রং]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।