আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদের পেছনে ছুটে চলা

l রানা প্লাজা ধসের পর। লাশের সঙ্গে একটা মোবাইল। উদ্ধারকর্মী নামের তালিকা দেখে ‘মা’কে ডায়াল করলেন। উদ্দেশ্য, মৃতের পরিচিতজনকে খুঁজে বের করা। ওপাশ থেকে মায়ের প্রথম কথা, ‘আমি জানতাম, তুই বেঁচে আছিস!’ থমকে যান উদ্ধারকর্মী।

ঘটনার সাক্ষী আমাদের প্রতিবেদক।
l শাহিনাকে হয়তো জীবিত অবস্থায় বের করা যাবে। ক্যামেরা তাক করে বসে আছেন আমাদের আলোকচিত্রী। কিন্তু না। ভেতরে আগুন ধরে নিভে গেল আশা।

চোখে পানি নিয়ে ছবি তুলতে হলো।
l ৫ মে রাত। কেউ জানে না কী হতে চলেছে। আগামীকাল সকালটা কি বাংলাদেশের আর দশটা স্বাভাবিক সকালের মতোই হবে? নাকি অন্ধকারেই ঢেকে যাবে দেশ? অনিশ্চয়তা-নিরাপত্তাহীনতা, অজানা আশঙ্কার মধ্যেই ছুটে চলেছেন প্রতিবেদক আর আলোকচিত্রীরা।
l অনেক খারাপ খবরের মাঝেও সোহাগ গাজীর ইতিহাস গড়া রেকর্ড, রুবেলের হ্যাটট্রিক, মুমিনুলের সেঞ্চুরির মুহূর্তগুলো তুলে ধরতে চেয়েছেন আমাদের আলোকচিত্রী ও প্রতিবেদক।


l শাহবাগের গণজাগরণের খবর লিখেছেন আর ছবি তুলেছেন তাঁরা দিনের পর দিন।
l রাজপথের সহিংসতা আর তারুণ্যের জাগরণ—সবকিছুরই সাক্ষী আমাদের সাংবাদিকেরা। ৪ নভেম্বর ২০১২ থেকে ৪ নভেম্বর ২০১৩—ঘটনাবহুল এই বছরটির সঙ্গে কী করে ছুটলেন, সেই গল্পই বললেন প্রথম আলোর সাংবাদিকেরা এই বিশেষ সংখ্যায়

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.