হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
ডাইরেক্টর স্যার আমাদের রুমে এসে পিয়ন কে বললেন এইটা এদিকে দাও। বড় একটা প্যাকেট আমার সামনে রাখা হলো। স্যার নিজে হাতে প্যাকেট খুলে মনিটর বের করলেন।
- এইটা আপনার জন্য ! দাড়ান সেট করে দেই !
আমি ঘটনার আগা-মাথা কিছুই বুঝছি না। পুরাপুরি স্বপ্ন বলে মনে হচ্ছে। এগুলা কি ঘটছে !!
- এভাবে ধরেন !
কিছইু বুঝলাম না, আমি মনিটর টা উপুর করে ধরে দাড়িয়ে রইলাম। স্যার মনিটরে ক্যাবল লাগিয়ে দিলেন !
পুরানো মনিটর টি টেবিল থেকে সরানো হল। মেঘ না চাইতেই টাইফুনের মত Samsung 740N 17 ইঞ্চি এলসিডি ফ্লাট মনিটর পেয়ে গেলাম !!
অপ্রত্যাশিত প্রাপ্তি ঃ 07 মার্চ 2007ইং, দুপুর 1 টা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।