জন্ম : ১২ ফেব্রুয়ারি ১৯৩৬; রায়গঞ্জ, দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত
মাতা : মোসাম্মৎ সালেমা খাতুন,
পিতা : খোরশেদ আলী সরকার। বাবা-মার তৃতীয় সন্তান।
পড়াশোনা : শ্রীরামপুর মিশনারি স্কুল, রায়গঞ্জ করোনেশন ইংলিশ হাইস্কুল, দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
কর্মজীবন : দৈনিক মিল্লাতে সাংবাদিকতার মাধ্যমে পেশাগত জীবনের শুরু, পরে দিনাজপুরে স্কুলে শিক্ষকতা, ঠাকুরগাঁও কলেজে, জগন্নাথ কলেজের বাংলা বিভাগের শিক্ষক, ঢাকা জেলা গেজেটিয়ারের সহকারী পরিচালক ও সরকারি সংগীত কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
প্রকাশিত গ্রন্থ : 'পিঙ্গল আকাশ', 'যাত্রা', 'ওয়ারিশ', 'প্রদোষে প্রাকৃতজন', 'উত্তরের খেপ', 'স্থায়ী ঠিকানা', 'দলিল', 'ঘরে যেতে চাই', 'দক্ষিণায়নের দিন', 'কুলায় কালস্রোত', 'ত্রিপদী', 'পতন'সহ ২২টি উপন্যাস; গল্পগ্রন্থ : 'উন্মূল বাসনা', 'লেলিহান স্বাধ', 'শুন হে লখিন্দর', 'বাবা আপনে যান'; শিশুতোষ : 'নীল পাহাড়ের গান', 'টুংকু নামের হাতি' উল্লেখযোগ্য।
পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার [১৯৬৮], হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার [১৯৭৭], রাষ্ট্রীয় একুশে পদক [১৯৯০]-সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।