আমাদের কথা খুঁজে নিন

   

আরও একধাপ এগোনো

তথ্য-প্রযুক্তি আজকের যুগে এগিয়ে যাওয়ার পরিচালিকা শক্তি। এক্ষেত্রে হাঁটি হাঁটি পা পা করে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সময় ক্ষেপণ ও নানা জটিলতার অবসান ঘটিয়ে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি (থ্রিজি) সেবার জগতে 'আনুষ্ঠানিকভাবে' প্রবেশ করল বাংলাদেশের বেসরকারি মোবাইল অপারেটররা। গত রবিবারের নিলামের মাধ্যমে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থ্রিজি সেবার সুযোগ পেল। বাংলাদেশে থ্রিজি প্রযুক্তির সেবা শুরু হয় এক বছর আগে সরকারি প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। রাজধানীর একটি হোটেলে গত রবিবার সরকারের পক্ষ থেকে তরঙ্গ বরাদ্দের নিলাম অনুষ্ঠিত হয়। প্রধান চারটি বেসরকারি মোবাইল কোম্পানি তাতে অংশ নেয়। ১৫ বছর মেয়াদের তরঙ্গ বরাদ্দ থেকে সরকার ৪ হাজার ৮১ কোটি টাকা আয় করবে। এর মধ্যে গ্রামীণফোনের কাছ থেকে সরকার পাবে ১ হাজার ৬৩২ কোটি টাকা। অন্য তিন অপারেটরের প্রত্যেককে দিতে হবে ৮১৬ কোটি টাকা করে। থ্রিজি প্রযুক্তি চালুর ফলে চারটি মোবাইল কোম্পানি নভেম্বর থেকে আগামী বছরের শুরুতেই থ্রিজি সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ প্রযুক্তি চালু হলে তথ্য আদান-প্রদানের গতি অর্থাৎ ডেটা স্পিড বৃদ্ধি পাবে। মোবাইলে ভিডিও কল করা এবং টিভিও দেখা যাবে। ভবিষ্যতে ফোর জি চালু হলে থ্রিজির সুবিধা পাওয়া মোবাইল অপারেটরদের এ জন্য নতুনভাবে লাইসেন্স নিতে হবে না। ফোর জি প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট সেবা আরও দ্রুত গতিসম্পন্ন হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিতে চেয়েছিল। রবিবারের নিলামে তারা ২৫ মেগাহার্টজ বরাদ্দ দিতে সক্ষম হয়। বাকি ১৫ মেগাহার্টজ বরাদ্দ নিতে কাউকে আগ্রহী হতে দেখা যায়নি। বিটিআরসি নিলামে অযথা বিলম্ব করায় টেলিফোন অপারেটররা এখন ফোর জি প্রযুক্তির অপেক্ষায় রয়েছে। থ্রিজি প্রযুক্তি চালু হওয়ায় যোগাযোগ ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেকাংশেই কেটে যাবে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় এ প্রযুক্তি চালু হয়েছে বেশ আগে। পাকিস্তানও ফোরজি নিলামের প্রস্তুতি নিচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে বাংলাদেশ এ ক্ষেত্রে কিছু পিছিয়ে। আমাদের বিশ্বাস, ফোর জি প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকার ও বিটিআরসি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.