আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

উৎসর্গ

ম্যাচ শেষে সেরা পুরস্কারের সম্মাননা নিয়ে আল-আমিন কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নিজের অসাধারণ পারমরম্যান্সে যতটা না খুশি তার চেয়ে বেশি খুশি দলের জয়ে। বল হাতে আজকের সাফল্য শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে জায়গা করে নিতে সহায়ক হবে-কিনা এমন প্রশ্নের জবাবে আল-আমিন বলেন, 'আমার কাজ ভালো বোলিং করা। আমি চেষ্টা করে যাচ্ছি। নির্বাচকরা আমাকে ফিট মনে করলে দলে জায়গা দেবেন।'

ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট লাভের কৃতিত্বের ৮০ ভাগ অবদান আল-আমিন দিতে চান সতীর্থদের। বললেন- 'সতীর্থরা ক্যাচ না ধরলে আমার উইকেট পাওয়া হতো না।' গতকালের ম্যাচের সাফল্যকে বাবা-মাকে উৎসর্গ করেন আল-আমিন।

মানববন্ধন

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাতে মানববন্দন কর্মসূচি পালন করেছে সম্মিলিত ক্রীড়াপরিবার। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ক্রীড়া পরিবারে সদস্য সচিব ফজলুর রহমান বাবুল, হারুনুর রশিদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায়, শেখ মো. আসলাম, শফিকুল ইসলাম মানিক, খাজা রহমত উল্লাহ ছাড়াও অন্যরা উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

কঠিন লড়াই

পেশাদার ফুটবল লিগে শুরুতেই কঠিন লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। আগামী মঙ্গলবার তারা লিগে নিজেদের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের বিপক্ষে লড়বে। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় লিগে মোহামেডানের প্রথম ম্যাচে হারের রেকর্ড নেই। কিন্তু এবার ফেডারেশন কাপে রানার্স আপ হয়ে মুক্তিযোদ্ধা যে শক্তি প্রদর্শন করেছে তাতে মোহামেডান তাদের অপরাজয়ের রেকর্ড ধরে রাখতে পারবে কিনা

তা নিয়ে শঙ্কিত সমর্থকরা।

শরীর গঠন

বিজয় দিবস শরীর গঠন প্রতিযোগিতা আজ। সূত্রাপুর জহির রায়হান কালচার সেন্টারে সকালে এ প্রতিযোগিতা শুরু হবে। ৫৫, ৬০, ৬৫, ৭০ কেজি এবং +৭০ কেজি ওজনের ইভেন্টে শরীরবিদরা অংশ নিতে পারবেন। এছাড়া গেল বাংলাদেশ গেমসে শরীর গঠনে পদক জয়ীদের জন্য ওপেনওয়েট ক্যাটাগরি ইভেন্ট রাখা হয়েছে।

দ্বিতীয় বিভাগ ফুটবল

কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে পূর্বাচল পরিষদ ও বিজি প্রেস। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাজ্জাদের গোলে পূর্বাচল হারায় ইস্টএন্ডকে। আরেক ম্যাচে পালনের গোলে বিজি প্রেস জিতে যায় টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে।

জাতীয় বিশেষ দাবা

গ্রামীণ ফোন জাতীয় বিশেষ দাবায় ৯ জন তিন পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। গতকাল তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন কাজী নাজমুল হুদা, আজগর আলী, মো. মনির রানা, খোকন কারমান, মো. শরীফ আহমেদ, শামীম জাহান, শামসুল হক, শহিদুল ইসলাম ও বাদল চন্দ্র দাস। ৯ রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে ১১০ জন দাবারু প্রতিযোগিতায়

অংশ নিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.