আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা

১.ধ্বনির সংকেতকে কী বলে?

ক. অক্ষর খ. বর্ণ গ. বর্ণমালাঘ. চিহ্ন

২.কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. কষ্টিপাথরে সোনা ঘষে নাও খ. আমাকে করতে দাও

গ. এখন ভাবতে থাক ঘ. আমরা পরীক্ষা দিয়ে আসছি

৩.বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে, তাকে কী বলে?

ক. এক কর্তা খ. অসমান কর্তাগ. শর্তাধীন কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা

৪.বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?

ক. বাইশটিখ. একুশটিগ. বিশটিঘ. ঊনিশটি

৫.যোগরূঢ় শব্দ কোনটি?

ক. বাঁশিখ. পাঞ্জাবিগ. পঙ্কজঘ. বাবুয়ানা

৬.কোন ধাতুর উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?

ক. হৃখ. টানগ. হেরঘ. কুহ্

৭.উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণখ. যতি সংস্থাপন

গ. নতুন শব্দ গঠনঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৮.বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসাতে হয়?

ক. কমাখ. সেমিকোলনগ. ড্যাসঘ. হাইফেন

৯.পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পেয়ে কোন সংযোজক অব্যয় ব্যবহৃত হয়?

ক. যেখ. এইগ. এবংঘ. নতুবা

১০.কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় কোন বিভক্তি হয়?

ক. শূন্য বিভক্তি হয়খ. তৃতীয়া বিভক্তি হয়

গ. ষষ্ঠী বিভক্তি হয়ঘ. পঞ্চমী বিভক্তি হয়

১১.সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়ে থাকে?

ক. 'য়' বা 'তে খ. 'এ' বা 'এতে' গ. 'র' বা 'এর' ঘ. 'থেকে' বা 'চেয়ে'

১২.'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'-বাক্যটি কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্যখ. জটিল বাক্যগ. যৌগিক বাক্যঘ. যুক্ত বাক্য

১৩. 'তার মঙ্গল হোক'-বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?

ক. সাপেক্ষখ. নির্দেশকগ. আকাঙ্ক্ষাঘ. অনুজ্ঞা

১৪.ব্যক্তিবাচক কর্মপদকে কোন কর্ম বলে?

ক. মুখ্য কর্মখ. গৌণ কর্মগ. ধাত্বর্থক কর্ম ঘ. সমধাতুজ কর্ম

১৫. যেমন কর্ম তেমন ফল-বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক. নিত্য সম্বন্ধীয়খ. অনুকারগ. অনন্বয়ীঘ. বাক্যালংকার

১৬.অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে বসে_

ক. সবচাইতেখ. অপেক্ষাগ. চাইতেঘ. অনেক

১৭.কোনটি সঠিক বহুবচন?

ক. হস্তিযূথখ. মন্ত্রিসকলগ. তারকাবাজিঘ. কবিতারাজি

১৮.নির্দেশক সর্বনামের সাথে, টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক. উৎকৃষ্টখ. সুনির্দিষগ. নিকৃষ্টঘ. অস্পষ্ট

১৯.কোনটি 'আ' প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?

ক. আধুনিকাখ. গায়িকা গ. নায়িকাঘ. বালিকা

২০.কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক. ষোড়শখ. তৎকালগ. রাজ্ঞীঘ. ষষ্ঠ

২১.নিচের কোন শব্দটিতে 'ঞ' এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?

ক. খঞ্জ খ. জ্ঞানগ. বিজ্ঞানঘ. সংজ্ঞা

২২.'কাটিতে কাটিতে ধান এল বরষা'- এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সমকালখ. নিরন্তরতা গ. সমাপ্তিঘ. সূচনা

২৩.বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক. সমাসখ. কারকগ. বিভক্তিঘ. সম্বন্ধপদ

২৪.শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম। বাক্যটি কোন ধরনের অতীত?

ক. সাধারণ অতীতখ. নিত্যবৃত্ত অতীত

গ. ঘটমান অতীতঘ. পুরাঘটিত অতীত

২৫.সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কী?

ক. ব্যাস বাক্য খ. বিগ্রহ বাক্য গ. সমস্যমান বাক্য ঘ. সমস্ত পদ [চলবে]

উত্তরমালা : ১.খ. ২.ক ৩.খ ৪.গ ৫.গ ৬.গ ৭.গ ৮.ক ৯.ক ১০.খ ১১.গ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.ক ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.