যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
ছোট্ট ভ্রমনে কোলকাতায় এখন। আমার পূর্ব পুরুষদের বসবাস ছিলো এপার বাংলার মুশর্ীদাবাদে। তারও অনেক অনেক পূর্বে পারস্যদেশ থেকে এসেছিলেন আদিপিতারা, শরমস্তপুর মুশর্ীদাবাদে বসবাসের আগে।
তাই কোলকাতায় আসাটা আমার কাছে অনেকটাই নিজের ঘরে ফিরে আসার অনুভব। এখানকার শব্দ, রঙ, সরু গলি, মানুষ, মন্দির মসজিদ বেশ প্রিয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।