এতকিছু ... ওই সিনেমার জন্যই...
মন মোর মেঘের সঙ্গী। গানটার সাথে বেশ দ্রুতলয়ের মিউজিক ব্যবহার করা হয়েছে। গায়কীর মধ্যে থ্রোয়িং এর একটা ব্যাপার দেখলাম। অটোটিউনার ব্যবহার করে বেশ অদ্ভুত একটা আবহ তৈরী করেছে।
মায়াবন বিহারীনি।
এটির সাথেও ভালোই ড্রামস ব্যবহার করা হয়েছে। অটোটিউন আর কিছু অপ্রয়োজনীয় সাউন্ড একটু একটু নষ্ট নষ্ট লেগেছে।
ক্ষনে ক্ষনে মনে মনে শুনি অতল জলের আহবান। এই গানটা ভয়াবহ করেছে। র্যাপ এর ব্যবহার করে একদম জুতিয়ে ফেলেছে।
এটি একটি অসাধারন হিপহপ ট্র্যাক। কবিগুরু শুনলে নিশ্চয়ই মজা পেতেন।
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা। দ্রুত লয় খারাপ লাগছে না। শুরুতেই একটা ধানখেতের আবহ তৈরী করেছে।
এদিক দিকে কম্পেজার সফল।
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। নতুনত্ব কিছু নেই। সফটওয়্যার দিয়ে ড্রামস করেছে। আর একটু অটো টিউন।
খারাপ না।
আমি চিনিগো চিনি তোমারে। অসাধারণ একটা কম্পোজিশন। সফট একটা ব্যাপার। আপনি রক, সফট, মেলো, হিপহপ যাই পছন্দ করেন বা নাই এটা ভালো লাগবে।
নিশ্চিত। মাঝে একটু হারমোনিকা আর স্যাক্সোফোন এর ব্যবহার অসাধারন।
কেটেছে একেলা বিরহের বেলা। হিপহপ ট্রাক। মাথা নষ্ট ম্যান।
ফাটায়া দিয়েছে। শুনেই দেখুন। ডাউনলোড করুন এখান থেকে।
http://doridro.net/download/Robindro N Nazrul Songeet/Robindro Songeet/Kolkata Jam-Somshukla Sengupta[Rabindra Sangit Remix]
কোলকাতা জ্যাম সম্ভবত কোন ব্যান্ড গ্রুপ হবে। আর সমশুক্লা সেনগুপ্ত ভোকাল।
এটি রবীন্দ্রনাথকে সম্মন নাকি অসম্মানিত করা হলো এ প্রসঙ্গে তাদের বক্তব্য হলো:
গান সরবরাহের কৃতজ্ঞতা: প্যানুয়েল প্রিন্স (ঢাকা মেট্রো)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।