আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : কোলকাতা

inveterate to Create Off Topics: ব্লগে, ফেসবুকে আপনি কোলকাতার তীব্র বিরোধী, বিদ্রোহে আপনার চোখের রক্ত ঝরে। কিন্তু রাতে ঘুমানোর সময় ঠিকই আপনার হেডফোনে বেঁজে উঠে “আমাকে আমার মত থাকতে দাও, বোঝে না সে বোঝে না, আজ শেষমেষ নেই- তোর কেউ নেই............। ” আপনি কোলকাতার সিরিয়ালের নাম-গন্ধও শুনতে পারেন না। অথচ, গভীর রাতে আপনি যখন কাম অনুভব করেন, তখন ঠিকই “বেডরুম, গান্ডু , মায়াবাজার............... দেখেন। বলি কি দাদা, এক বাড়ির খেয়ে আরেক বাড়ি মল ত্যাগ করার অভ্যাসটা বদলান।

কোলকাতার দোষটা কোথায় বলুন তো দেখি? হ্যাঁ, আমি মানছি, কোলকাতার কিছু সিরিয়াল আর কিছু ভিত্তিহীন কাহিনীচিত্র দর্শকের মনে বিরূপ প্রভাব ফেলে। কিন্তু তাই বলে কি “বাবা কেন চাকর, চাকিপ খান নাম্বার ওয়ান, ভালোবাসা দিবি কিনা বল...... এগুলোর মতন নোংরা ছবি দেখব? “নিজে যখন অক্ষম তখন পরদেশী লক্ষণ। ” আমি বলছিনা কোলকাতার সংস্কৃতিকে আঁকড়ে ধরতে, বলছি নিজে কিছু করুন। সবসময় সৎ মাকে কি আর দোষ দেওয়া চলে? নিজেকে আগে শুধরাতে হবে। তো আসুন আজ থেকে নিজেদের ভুল ধ্যান-ধারণা গুলো বদলে ফেলে দৃষ্টিভঙ্গিটা ঠিক করে সাজাই।

নিজেরা তৈরি করি এমন কিছু যাতে শুধু কোলকাতা নয়, পুরো বিশ্ব নতুন করে ভাবতে শিখতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।