কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
এই আকাশের স্বপ্ন এখন শিশু তুমি
রৌদ্র কিরণ, চন্দ্রালোকে ফুল-সুবাসে স্নিগ্ধ ভূমি,
রাত পোহানোর শুনছো আযান সোনামনি
লাল ভূমির এই প্রথম শোনা মধুর ধ্বনি।
কান্না কেন? দীর্ঘ পথের ক্লান্তি কি তাই?
জীবন পথের একলা এ দিন ভুলো না ভাই,
মিলবে দেখা রূপসা নদীর বাঁকে বাঁকে শ্যাম-রূপসী
হলদে পাখি কার বিরহে বনবাসী।
গান শুনিয়ে, জাল বুনিয়ে একলা পথে যায় কে ফেলে
হায় ধরনীর পথে পথে কত মেলে,
কি আছে আর দেব তোমায়; তাই বুঝি এই
ভীষণ ভীড়ে একলা চলি সঙ্গিনী নেই।
আমার আছে একখানি মন; যেদিন থেকে চলছি পথে
আর যাকিছু এই আসে যায়, সব তোমাদের; শাস্ত্রমতে,
কাল বিকেলে যাই যদি এই ভুবন ছেড়ে
হিস্যা নেবে স্বার্থপরী দু'হাত নেড়ে।
বলো, কিছু বলছি মিছে,
সত্য যা তাই বলবো হেথাই; কি লাভ বলো রটিয়ে পিছে?
রইলো আমার পথ চলা আর একলা আমি
সাত আকাশের ঐ পারেতে হিসেব কষেন অন্তর্যামী,
কি করেছি, কাজ কি ছিল, কি নিয়েছি পাথেয়-জল
কোথায় সময় পুঁথি পড়ার চলছে ছুটে বিজ্ঞানীদল।
হায় সুবাসী স্নিগ্ধা আমার! শুনছি তোমার হাসির ঝিনিক
শেষ বিকেলেই মনে হলো- 'বাদল দিনের রৌদ্র ঝিলিক';
এই আসে এই যায় মিলিয়ে...
সন্ধ্যা নদীর বাঁকে হারায় ঝলমলে দিন, রঙ বিলিয়ে।
দু'পাশের ঐ দুর্বা দলে পথ চল ভাই একলা পথিক
ভুবন বাগের রঙিন মোহে ভুলো না সে পথটি সঠিক।
০৬.০২.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!466483 যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।