___________________________
সুন্দর পুরের পুরোভাগে
সুন্দর করে বেঁকে গেছে
হালদার বাঁক;
জলের তরলে
বেঁকে বেঁকে চলে
রূপোর বাঁকে বাঁকা ঢেউ তোলে ;
এনে যদি বসিয়ে দিই
তোমার স্কন্ধের ‘পরে
কে বলবে বলো-
নদীর বাঁকে আর
তোমার গ্রীবার সৌন্দর্যে
কোন তফাৎ আছে?
আমি ও চেয়ে থাকি
অপরূপ ঐ গ্রীবার দিকে -
হালদার বাঁকের মতো বেঁকে
একবার যদি চেয়ে দেখো ফিরে
স্মীত হেসে ওগো
আমার দিকে ;
নয়নের নদীতে তবে ঢেউ তোলে
ঢেউ গুলো দোলে
চুমুর তরঙ্গে
চুক্ চুক্ করে
পরতো না ঝরে
অনিন্দ্য সুন্দর
তোমার গ্রীবার ‘পরে?
===================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।