আমাদের কথা খুঁজে নিন

   

জ্বীনের বাদশা পেত্নীর রাণীর সন্ধান পাইয়াছে ...

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

"পাইলাম, আমি ইহাকে পাইলাম" ... সবার সাথে জ্বীনের বাদশা তার এই শুভসংবাদটা শেয়ার করতে চায় ... এক পেত্নীর রাণীর সন্ধাণ মিলেছে ... জ্বীনের বাদশা আর পেত্নীর রাণী জানুয়ারীর 10 তারিখে বিয়েও করে ফেলেছে ... এখন তাহারা আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা চায়। (চোরের মুখে ফুলচন্দন পড়িয়াছে ... কৌশিকদার কথায় পেত্নীর রাণী সম্পর্কে কিছু কথা: উনি এখনও ইউনিভার্সিটিতে আসা-যাওয়ার মাঝে আছেন ... আর তিনচারমাসে বের হবার কথা ... এরমধ্যে কেয়ারটেকারবাবুরা আর ঝামেলা না পাকালেই জ্বীনরাজ্যে শান্তি বিরাজ করবে। 1. পেত্নী একইসাথে শীর্ষেন্দুর ভক্ত এবং পোকা (জ্বীনের বাদশাও তথৈবচ) 2. মিষ্টি খায়না, খাইতেও দেয়না (জ্বীনের বাদশার কপাল পুড়ছে) 3. পেত্নী অথচ কাঁচামাছের নাম শুনতে পারেনা, আমি এখানে জাপানীজ সুশি নিয়ে বসে আছি (রাগইমন, ভাল একটা উইশ তো করলেন, এখন উনাকে বোঝান ... ) আরও অনেক কিছু হয়ত ... সময়মতো ব্লগিংয়ে নেশা ধরিয়ে দিব ... তখন সেই নিজের সম্পর্কে গড়গড় করে বলবে ... ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ******************************************** একটা ব্যাপার, ব্লগ পড়তে পড়তে দেখলাম আমাদের কনফু আর প্রজাপতিও বাসা বেঁধেছে [গাঢ়] অনেক অনেক অভিনন্দন, ডিয়ার কনফুসিয়াস এবং প্রজাপতি জুটিকে ... প্রতিটি দিনই হোক প্রথমদিনের মতোই সুখী, হাস্যোজ্জল আর প্রাণবন্ত[/গাঢ়]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.