রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেল্থ মসজিদের ইমাম কাজী জাহেরকে অপহরণের ঘটনায় ৫ জনকে আটক করেছে র্যাব-১০। একই সঙ্গে অপহরণের শিকার ইমাম কাজী জাহেরকেও উদ্ধার করে আইন শৃংখলা বাহিনী।
শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেল্থ মসজিদের ইমাম কাজী জাহেরকে অপহরণ করে দুস্কৃতিকারীরা। অপরহরনের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এসময় পরিবারের সদস্যরা বিষয়টি র্যাবকে জানায়। পরে র্যাবের পরিকল্পনা অনুযায়ী মুক্তি পনের টাকা নিয়ে গেলে কৌশলে র্যাব রায়েরবাগ এলাকায় দনিয়া থেকে ওই ৫ অপহরণকারীকে আটক করে। একই সঙ্গে অপহরণের শিকার ইমাম কাজী জাহেরকেও উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।