আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক সংকটের শেষ কোথায়?

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

না, রাজনৈতিক সংকটের আশু কোন সমাধান নেই। সন্ধ্যে 7টার খবর দেখলাম। অবরুদ্ধ নগরী। আবার সেই রাজনৈতিক প্রতিরোধ। সেনা বাহিনীর নতুন গিয়ারে শহরে নামছে।

হঠাৎ মনে হলো নব্বইয়ের পদধ্বনি শুনছি। জনতার মুখোমুখি সেনাবাহিনী। ক্ষমতার গোলার ধান অনেকটা দসু্যতা করে নেওয়ার চেস্টা। না হলে, গত 5 বছরে বিএনপি-জামাত জোট দেশের যে পরিমাণ উন্নতি করেছে তাতে তারা তালগাছ দাঁড় করিয়ে দিলেও তো নির্বাচনে জিতে চলে আসবে। তাহলে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারে নিজস্ব লোক খুব নগ্নভাবে নিয়োগ করে কেন নির্বাচন উতরাতে চাচ্ছে? একটা জনপ্রিয় জোট সরকারের এই ভালনারেবিলিটি খুবই দু:খজনক।

প্রমানিত হয় তাদের অসহায়ত্ব। কখনও জেএমবি'র জঙ্গীদের লেলিয়ে, কখনও পুলিশ, কখনও র্যাব এবং সর্বশেষ সামরিক বাহিনীকে লেলিয়ে পার পেতে চাচ্ছে। যেসব দলের শেকড় জনগণের মধ্যে নেই, যাদের জন্ম সেনাছাউনীতে, যাদেরকে ভোট ভিক্ষে করতে হয় রাজকার জামাতীদের পূনর্বাসন করে, তাদের কাছে এর বেশী কি কিছু আশা করা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.