বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
বন্ধুর জন্মদিন আজকা প্ল্যান ছিল তরল আনবো খামু যায়া দেখি মাল নাই টাকা লয়া বয়া আসে পোলাপান ব্যাপার কি? কয় রাস্তায় পুলিস চেকিং বুং বাং। টাকা লয়া রিকসা লইয়া বার্থডেবয় সহ গেলাম টোটাল এককেস বিয়ার দুইটা ভোদকা লয়া নামলাম তো বাড়ি সামনেই রিকসা লইলাম এক প্যাডেল মারতেই গাড়ি দিল হর্ন নামায়া জিগায় কি এগুলা সোজা কইলাম বিয়ার কয় গাড়িতে উঠ প্রথমে কইলাম ম্যানেজে আসেন কয় পাচঁহাজায় কইলাম পাচঁ শ আছে কয় গাড়িতে উঠ চিন্তা করলাম বাপে জানলে ঈদঁ নিইয়ার সব শেষ দিলাম ফোন নানারে সদ্য সাবেক শাসক দলের নগর সভাপতি লজ্জার মাথা খায়া কইলাম সব কয় ফোন দে দুইমিনিট পর ফোন আবার আমার কাছে নানা কয় রাতে বাসায় আহিস ফোন রাখার পর সবচেয়ে মজা পুলিস কয় ভুল হয়া গেছে নাম বললেই হতো ফোন দিলেন কেন? পরে ওই চুদির পোলাগো গাড়িতে বয়া মাল লয়া আইসি। কিন্তু নানা জানি কালকে বাসায় গেলে কি কয় ডরে আসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।