অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
প্রথম আট বছর-
আমাকে ভালোবাসো বলেছিলে,
অথচ দূরত্বের সুযোগ নিয়ে বহুগামী হয়েছিলে-
এটা স্বীকার করতে তোমার একটুও বাধেনি!
আমার বাধেনি তখন,
সেসব ভুলে যেতে।
তার একটা বছর পরে,
কেঁদে কেটে ফিরেছিলে নিজেই,
আমাকে সব গোছাতে বলেছিলে,
সব গোছানো শেষে নিজেই আবার চলে গেছ,
কারনটা বলেছিলে,
তুমি নাকি বোঝোনি আমি সফল মানুষ হতে পারি-
তাই আমাকে নিয়ে এটুকু এক্সপেররিমেন্ট করতে নাকি-
ভালোই লেগেছিলো তোমার!
তারপর আরো একটা বছর চলে গেছে,
তোমার কি ধারনা আমি এতই শস্তা?
তুমি আবার ডাক দিলেই,
ছুটে গিয়ে তোমার পায়ের ওপর পড়বো আগের মতন?
আমি এখন বাঁচতে শিখেছি, আমাকে মরতে শিখিয়েছিলে তুমিই।
হ্যাঁ, গত দশ বছর ধরে তুমি আমাকে মরতে শিখিয়েছিলে,
আর এখন আমি তোমাকে ছাড়া বাঁচতে জানি।
যখন তোমাকে আরাধ্য দেবী জেনেছি,
তুমি পায়ে পিষেছো ভালোবাসার অর্ঘ্য।
তারপর যখন তোমাকে নারী ভেবেছি,
পাশে থাকতে চেয়েছি বিশ্বস্ত সাথী হিসেবে-
তখন তুমি দ্বিচারিনী হয়েছো স্বেচ্ছাচারিতায়-
মুখে বলেছো নারী স্বাধীনতা!
এখন তোমাকে আমি,
অতি সাধারন "মেয়েমানুষ" ভাবি,
যাকে যে কেউই বৌ সাজিয়ে কিনে নিয়ে গিয়ে
সাজিয়ে রাখতে পারে ঘরের শোকেসে,
পকেট ভর্তি টাকা অথবা বড় মাপের চাকরী থাকলে।
আর এখনই তুমি আশ্রয় চাও আমার বুকে-
আমাকে দেবতা জ্ঞানে!
স্বার্থপরতার পথে চলতে তুমিই শিখিয়েছিলে আমাকে,
এখন তবে কেন বলো, আমি স্বার্থপর?
আর হ্যাঁ,
কাল থেকে আমার এই নম্বরটা বন্ধ পাবে।
তবে, আমি সত্যিই অপেক্ষায় ছিলাম তোমার এই ফোনটার-
গত এক বছর ধরে।
আজ পূর্ন হলো আমার প্রতিক্ষার,
প্রতিশোধের অনন্ত অপেক্ষার!
(এই আবজাবরে কেউ কবিতা কৈলে খবরই আছে তার! )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।