আমাদের কথা খুঁজে নিন

   

পিপাসা

পরিবর্তনের জন্য লেখালেখি

ঠিক এইখানে! চোখ দাও নিশ্চিত এইখানেই কোথাও !! অদম্য তিয়াসার অতল কূয়াটাকে খুঁজে পাব। আত্মার ঢাল বেয়ে নেমে স্মৃতিকে ডাইনে রেখে, থেমে নিপূন রিকশাওয়ালার মতো বামেই যাব! কখনো পাইনি, দেখি তাও হাঁটাহাঁটি উরা ধুরা , ফাও জনান্তিকে গালি গালাজ করে , "---" এর পোলা। এদিকে ওদিকে, নাহ! কোথাও কি নেই মুখ, বাহ! আকাশ তো বাঁধা, যদিও দিগন্ত খোলা! ঈশ্বরিক নাকাবন্দী জৈবিক নানা ফন্দী অলি গলি , মাঠ-ঘাট, এলে বেলে মাটি- খুঁজে পেলে উৎস মুখ বালি ঢেলে শূন্য বুক এইবার ক্ষত বুজে দেব পরিপাটি !! ২৩ শে ডিসেম্বর ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।