আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তনের প্রভাব ৮৪% মানুষের ওপর

বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষের জীবনযাত্রার ওপর জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলছে। ৩৬ শতাংশ মানুষ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে তাদের পেশাসহ জীবনযাত্রা ও কৃষিকাজে পরিবর্তন এনেছে। বিশ্বের সাতটি দেশের ওপর করা বিবিসি মিডিয়া অ্যাকশনের এক জরিপে বাংলাদেশের বিষয়ে এই তথ্য উঠে এসেছে।
গতকাল শনিবার রাজধানীর স্পেকট্রা মিলনায়তনে জরিপ প্রতিবেদনটি তুলে ধরা হয়। জরিপে দেখা যায়, সাতটি দেশের মধ্যে বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে তাদের জীবনযাত্রায় সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিপুলসংখ্যক মানুষ গ্রাম থেকে শহরে আশ্রয় নিচ্ছে। কিন্তু শহরে এসেও তারা কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।
ওই গবেষণা জরিপে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের ধারণাভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামের ৩৩ হাজার ৫০০ মানুষের ওপর এই গবেষণা জরিপটি পরিচালিত হয়। বাংলাদেশের তিন হাজার ৫৭৮ জনের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।


জরিপের মূল ফলাফল তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের জেষ্ঠ গবেষণা কর্মকর্তা আরিফ আল মামুন ও প্রকল্প পরিচালক ডেমিয়েন উইলসন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল তুলে ধরার পর এক কর্মশালার মাধ্যমে জরিপের ফলাফল ব্যবহারের কৌশল নির্ধারণ করা হয়।
জরিপের ফলাফল তুলে ধরার সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম হান্নান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দক্ষিণাঞ্চল ও সুন্দরবন হুমকির মুখে পড়ছে। সুন্দরবন আমাদের অনেক ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে চলেছে। ফলে আমাদের সুন্দরবন রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সচেতনতা গড়ে তুলতে হবে। ’
গবেষণা ফলাফলের ওপর বক্তব্য দিতে গিয়ে জলবায়ু বিশেষজ্ঞ ড. সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের ধারণা ও বাস্তবতার মধ্যে সম্পর্কগুলো খতিয়ে দেখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের কোনো ভুল ধারণা বা ভ্রান্তি আছে কি না, তাও বুঝতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানুষকে প্রস্তুত করে তুলতে এই জ্ঞান কাজে লাগাতে হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.