জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানা-হানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণার পর যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সহিংসতা বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, জলবায়ুর সামান্য পরিবর্তনও ভয়াবহ সহিংসতা তৈরি করছে আর পৃথিবীকে ক্রমশ ভয়াবহ স্থানে পরিণত করছে।
পৃথিবী ক্রমেই সহিংস হয়ে উঠছে। এ গবেষণা সংক্রান্ত তথ্য সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েক শ বছরের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করা ষাটটি গবেষণা ঘেঁটে এসব তথ্য বের করেছেন বিজ্ঞানীরা।
গবেষকেরা দাবি করেছেন, সামান্য তাপমাত্রা ও বৃষ্টির হেরফের হয়ে জলবায়ু পরিবর্তন দেখা দিলেই বড় ধরনের সহিংসতা দেখা যায়। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যায় ওই এলাকার অর্থনৈতিক কাঠামো।
আর এতেই বাড়ে সহিংসতা। গবেষকেরা জানিয়েছেন, অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানসিক অবস্থাও এর সঙ্গে যুক্ত। এ গবেষণার ফলে জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ পরিস্থিতিতে কী ঘটতে পারে সে সংক্রান্ত নতুন গবেষণার পথ উন্মুক্ত হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।