আমাদের কথা খুঁজে নিন

   

চিঠি – ১ (শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য)

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... মনটা হঠাৎ ঝুঁকে পড়েছে একাকিত্বের স্বাদ গ্রহনে । নি:সঙ্গতার বিষাদ মাখতে বড় আকুল এ মন। তোমাকে ঠেলে দিয়েছি দূরে। কিন্তু আজ্ও আমি বিশাল একাকিত্বের মাঝে খুঁজে ফিরি তোমাকে। রাতের ধ্রুব তারার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় পুরনো স্মৃতির মাঝে বিলীন হয়ে যায়।

আনমনে স্মরনে আসে তোমার সাথে ঘটে যা্ওয়া মিশ্র ঘটনা। জানালার ফাঁক গলে হঠাৎ আসা উষ্ন হা্ওয়ায় অনুভব করি তোমার আলিঙ্গন। আনমনতার এক পর্যায়ে কর্ন কুহরে ধ্বনিত হয় চিরচেনা প্রিয় সেই কন্ঠস্বর। নষ্টালজিয়ায় আক্রান্ত হই। আমার একগুঁয়ে স্বেচ্ছা নির্বাসনে।

অনেকের অনেক অভিমান আমার উপর। কেউ হয়তো উৎসুক ভরা দৃষ্টি মেলে চেয়ে থাকে পথ পানে আমার আশায়………… আজ্ও। আবার হয়তো কারও বিস্মৃতির অতলে তলিয়ে গেছি …………………………………………..। একটা ঝরা পাতার মতো মিশে গেছি ….. অস্তিত্ব বিলীন করে। এই অস্তিত্বহীন মানুষটিকে তোমার নতুন জীবনের মাঝে বিলীন করে দিও।

এতটুকু চিহ্ন যেন না থাকে। ইতি ব্যর্থ হৃদয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.