আমাদের কথা খুঁজে নিন

   

চিঠি -যখন পৌছায়না প্রাপকের কাছে, থাকে খোলা চিঠি হয়ে....।থ

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা.....
Now it becomes truly difficult to write you something….do you know right now I am writing in my paper’s word file…hope to past it later on the mail. Literally it seems like all of they are enemy, but no. Actually, this is my problem…..I didn't restrict others to keep distance of my stuff. Anonno do not look at Adalip’s laptop screen but she do it with me. Other problem of me for why I do not login my account is another fault of mine. Sometimes, I only take off my chair for a short time..but later I forgot to comeback….thats why I logoff from my mail every time. You know all of them, you know me more than I do….Dont no why you still love me….why you like to stay with “ A living trouble”. I don’t have the answer. Almighty knows everything that we don’t. I am waiting to see, if He give me the chance…… Hay, why I am writing all this vacuous thought…..have no idea….I know I did those when I write you. This is a letter like I wrote before.…..Sorry you ask a very particular mail…and I did the opposite one…This is me…A pointless mind…. Love you and until my last prayer, I like to keep you in my prayer.…… বহু দিন আগে, একবার এ্যলেনকে দেখেছিল, বাংলা পড়ছে, একটা একটা করে শব্দ অনুবাদ করে। পরে একটা সময়, গুগল ব্যবহার করতো। দেখতে মজাই লাগতো, আনন্দর।

মাঝে মাঝে পাগল মনে হয় আনন্দর, নিজেকে। জানে কোনদিন পাঠাবেনা কোন চিঠি তবু, লিখে যায়। তার কল্পনার জগতে বসিয়ে, প্রেরক হিসেবে কেবল চিঠি লিখে যায়। নেই কোন বাধা, কোন বিপত্তি তবু চিঠি পায়না প্রাপক। জানে না সে আনন্দের এই খোলা চিঠির ভান্ডার।

কেবল প্রত্যাশা , কোনদিন জানবে কেও তাকে ভালোবাসতো, এই ব্লগের পাতা অনুবাদ করে। আনন্দ কোনদিন প্রকাশ করেনি ওর অনুভূতি এ্যলেনকে। ও জানে, না বলা কথার জোর কখোনবা খুব বেশি হয়, প্রকাশ করা- বলে ফেলা অনেক কথার চাইতেও। কিন্তু সেকারনে কি আনন্দের এই গোপনীয়তা? যে সম্পর্কের বেড়ে ওঠা এক অজানা গঠনের মতো, যার কোন ভিত্তি নেই। সেখানে লুকানো ছিলনা কিছুই, অব্যক্ত ছিল কেবল অনুভবগুলো।

যার কাছে, ভাবনা আর ব্যক্ত করার মাঝে ছিলনা কোন দেয়াল, তাকেই বলা হলো না অনেক কিছু। বলা হলোনা, "তোমাকে নিয়ে স্টেশনের পাশের কোন দোকানে , কোন এক ভোরে খেতে যাব গরম পরটা সাথে ডিম ভাজা। তুমি খাবে মুগের ডাল ভুনা আর আমি সবজি। আমার স্বপ্নের সেই ছোট্ট দোচালা বাড়িটার টিনেরচালের বারান্দায় বসে চা খাব তোমায় নিয়ে। কোন একদিন রিক্সায় ঘুরবো, কড়া রোদে, সারাদিন।

কোন এক ছোট্ট নদীর পাড়ে বসে কাটিয়ে দেব পুরো একটা বিকাল। সাথে থাকবে কেবল চিনাবাদাম আর লবন। তোমার সেই এ্যলমন্ড কিংবা ক্যসুতে আমার চলবে না। " বলা কি হবে আনন্দের? তাই তো লিখে যায় ....।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.