আমার দেশ ও আমি
আব্দুল জলিল সাহেব এবার ভাবছেন কিভাবে আকাশ পথ অবরোধ করা যায়। কারণ তিনি নাকি খুব সফল হয়েছেন রাজপথ, নৌপথ, নৌবন্দর অবরোধ করে! কিন্তু কোন ভাবেই আকাশ পথ অবরোধ সফল করতে পারছিলেন না। হঠাৎই উনি খোয়বে দুইটা পদ্ধতি পেয়েছেন।পদ্ধতি ১) বিমান বন্দরটাকে জাল দিয়ে ঢেকে দাওয়া, যাতে কোন বিমান উঠা-নামা করতে না পারে এবং হঠাৎ এমনটি হলে যেন জালে আটকা পরে, ঠিক কারেন্ট জালে যেমন মাছ আটকা পরে।পদ্ধতি ২) বিমান বন্দরের উপরে সর্বক্ষণ কিছু হেলিকপ্টার উড়তে থাকবে, কোন বিমান নামতে কিংবা উঠতে ধরলেই সেটাকে লগি-বৈঠা(ঐড়পশু ঝঃরপশ) দিয়ে আঘাত করে ভুপাতিত করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।