আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
ভাঙ্গা শ্লোক জানা আছে মনে করে
উঠাইনি পর্বতের সিঁড়ি
পর্বতে উঠলে নীচে থাকে
বুদ্ধির শুণ্যতা।
আরোহন করা আকাশের ঘুম
ঘুমের ঘোরে স্বপ্নের চিৎকার
বাতাসের ধ্বনি, উপচানো স্নেহজল
ভাঙ্গা শ্লোকে নিরামিষ খাদ্য হয়ে যায়।
এভাবে বেকুব চিন্তার ফলটা
ষোলআনা দুষিত মগজ
ভাঙ্গে শ্লোকহীন
রহস্যহীন অনন্ত পরিহাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।