সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চার দলীয় জোটের নেত্রী অদ্যকার জনসভায় তাঁর আগামী কর্মসূচী ঘোষণা করেছেন।
কর্মসূচী হলোঃ
আগামী ১০ অক্টোবর ঢাকা-সিলেট, ১৮ অক্টোবর ঢাকা-রাজশাহী এবং ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচিও দিয়েছেন খালেদা। বিভাগীয় ওই তিন শহরে রোডমার্চের পরদিন সমাবেশ করবে বিএনপি।
১০ অক্টোবর সিলেট অভিমুখে রোড মার্চের পরদিন সিলেট জেলায় জনসভা হবে।
১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে রোড মার্চ হবে।
সেদিন বগুড়ায় এবং পরদিন রাজশাহী জেলায় জনসভা হবে।
সর্বশেষ রোড মার্চ হবে ২৫ অক্টোবর। এটি চট্টগ্রাম অভিমুখে শুরু হবে ঢাকা থেকে। সেদিন ফেনীতে জনসভা করে রাত্রিযাপনের পরদিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রোড মার্চ শুরু করে সেখানে জনসভা হবে।
সাংবিধানিক ও আইনগতভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেলেও এর অধীনে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন খালেদা জিয়া।
গত ৩০ জুন সাংবিধানিকভাবে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিল বলে রায় দেয়। তা হলে কি ভাবে তি্নি এই বালখিল্য দাবী করেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।