ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
সব চোখে ঘন কালো কাজল।
আর চোখের ওপর আর ভেসে ওঠা ঘাস-পাতা।
এরপর কথামালায় পড়ে থাকে পিঁপড়ের গল্প।
এই শীতে কি করবি তোরা?
পিঁপড়ে খাবার জমায়।
মেগাসিরিয়াল দেখে।
ফোনে দাঁত কেলায়।
এ ওকে কজের হুকুম করে।
রাত হলে মোড়ের দোকান থেকে রুটি কিনে আনে। এখন তাদের হাতে বাড়তি সময় নেই, শীত আসছে।
পিঁপড়েরা শীতকাল এলে অলস হয়ে পড়ে, একথা রবিবাবুও জানতেন।
তাই তার উপন্যাসে পিঁপড়ের কথা নেই।
পাছে শীতকাল এলে বিক্রি কমে যায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।