হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
ঈদের আগের রাত মানে বিরাট এক উৎসবের রাত। রোজার ঈদে চাঁন রাত একটাও হতে পারে কপাল ভালো থাকলে দুইটাও হতে পারে। প্রথম চাঁন রাতটা মিস গেলে কিছুটা আফসোস লাগে যে আগামীকাল ঈদ হবে না।
আবার ভালো লাগে আরেকটা চাঁন রাত পাবো মজা করার জন্য। টেলিভিশনে একটু পর পর মহা উৎসবের সেই গান "রমজানের ঐ রোজার শেষে" বেজে উঠে। মাগরিবের পর পশ্চিম আকাশে চাঁদ খোজাখুজি চলে অনেকটা গরু খোজার মত। তবে শহরে চাঁদের দেখা খুব কম সময়ই পাওয়া যায়। মসজিদের মাইকে ঈদের জামাতের ঘোষনা দেওয়া হয়।
সব মিলিয়ে বিশাল এক মহাউৎসবের রাত চাঁন রাত।
[গাঢ়] উৎসর্গ ঃ- [/গাঢ়] অ্যালন, যার সাথে নেটে কথা বলতে ভালো লাগে। যার ব্লগে আছে নিঃসংগতার ছাপ আর মন্তব্যে আছে সরলতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।