আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুর খতিয়ান



৬ কোটি ২০ লক্ষ লোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল (সম্ভবত) । যাদের ভিতর ২ কোটি ৫০ লক্ষ লোক ছিল সৈনিক আর ৩ কোটি ৭০ লক্ষ লোক ছিল সাধারন মানুয । এই আন্দাজটা নানা লোকের মতে বেশ কিছু কমবেশীও হতে পারে । মৃতের ভিতরে প্রায় ৮০ % ছিল মিত্র শক্তির আর ২০ % ছিল অক্ষ শক্তির । মিত্র শক্তির প্রায় ১ কোটি ৭০ লক্ষ সৈনিক নিহত হয়েছিল যাদের মধ্যে ১ কোটি ছিল সোভিয়েত ইউনিয়নের আর ৪০ লক্ষ ছিল চিনের ।

অক্ষশক্তির ৮০ লক্ষ সৈনিক নিহত হয়েছিল যাদের ভিতরে জার্মান ছিল ৫০ লক্ষ । আজ অবধি সোভিয়েত ইউনিয়নেরই যুদ্ধে সবথেকে বেশী লোক নিহত হয়েছে । সোভিয়েত ইউনিয়নের মোট ২ কোটি ৩০ লক্ষ মানুষ নিহত হয় যাদের ভিতরে ১ কোটি ২০ লক্ষ সাধারন মানুষ ছিল । এই মৃত দের মধ্যে সোভিয়েত কিছু নিজের দেশের মানুযকেই হত্যা করেছিল সে হিসাবও আছে । সোভিয়েত ইউনিয়ন আর চিনের মৃতের সংখ্যা নিয়ে অনেক তর্ক আছে ।

কারন এগুলি ঠিক ভাবে লিপিবদ্ধ হয়নি । কেউ কেউ চিনের মৃত্যু সংখ্যা দ্বিগুন বলেও মনে করেন । এই যুদ্ধে ভারতের প্রায় ৮৭ হাজার সৈন্যের মৃত্যু হয় যাদের মধ্যে প্রায় ২৬০০ জন ছিল আজাদ হিন্দ ফৌজের সেনা । যুদ্ধ সংক্রান্ত কারনে ১৯৪৩ সালে বাংলায় দেখা দেয় মন্বন্তর যাতে ৩৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল । নাৎসিরা প্রায় ৯০ লক্ষ মানুষকে হত্যা করেছিল যাদের ভিতরে দুই তৃতীয়াংশ ছিল ইহুদি ।

১৯৩৭ সালে চিনের নানকিং এ জাপানিরা প্রায় ৩ লক্ষ চিনাকে হত্যা করেছিল । যুদ্ধের প্রায় শেষে আমেরিকা জাপানে পরমানু বোমা ফেলে । তাতে হিরোশিমাতে ১ লক্ষ ৪০ হাজার ও নাগাসাকিতে ৭৪ হাজার লোকের মৃত্যু হয় । হিরোশিমাতে প্রায় ২ হাজার জাপানী আমেরিকান আর ১১ জন আমেরিকান যুদ্ধবন্দীরও মৃত্যু হয়েছিল । মৃতদের মধ্যে ২২ হাজার কোরিয়ানও ছিল যাদের ভিতর ২০ হাজার নিহত হয় হিরোশিমাতে আর ২ হাজার নাগাসাকিতে ।

যুদ্ধ শেষ হবার পরে যুদ্ধাপরাধীদের বিচার হয় । কিন্তু দুঃখের বিষয় মিত্রশক্তির কোনো যুদ্ধাপরাধীর বিচার আজও হয়নি । আরো জানতে দেখুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.