এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকার পর রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটে দিলীপের। তখন তিনি হাসপাতালে যেতে চান। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, দিলীপকে বর্তমানে হাসপাতালের ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ অর্থাৎ আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা এখন আশংকামুক্ত।
সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে দিলীপকে।
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৪ সালে সম্মানসূচক দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ১৯৯১ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।