আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ দেখলেই বলে --''আপনি খাওয়া দাওয়া ঠিকমত করেন তো''

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

অবাক তো, রোগ দেখি , আমার জীবনের অবস্থা আরও কাহিল করে দিল, না, ঠিক শারিরীকভাবে নয়, মূলত মানষিকভাবে, যেই দেখে এই মন্তব্য করে বসে । এটা ঠিক, আমি কম খাওয়া দাওয়া করি, কিন্তু এমন না, যে , আমি আফ্রিকা থেকে আগত, না, তাই বলে আফ্রিকার মানুষদেরকে অবহেলা করছিনা, কিন্তু এরা অনাহারে এবং বিভিন্ন রোগের দরুন করুন লাগে, আর আমার অবস্থা হয়েছে তার কাছাকাছি, এতটুকুই, এতেই দেখি সবাই [গাঢ়] উপদেশের বুলি [/গাঢ়] ছোড়ে। কি খেতে হবে কি না খেতে হবে খাওয়ার টাইম টেবিল কি কখন ঘোমাতে হবে আর কখন নয় আর এত কাজ কেন করা হয়? এরকম হাজারো উপদেশ আর প্রশ্ন , আর তাতেই আমার প্রাণ উষ্ঠাগত ।(আম্মাআআ) যা হোক, অবশ্যই দ্রুত সুস্থ হয়ে উঠব । দোয়া করবেন , ভাল করে। দোয়াটা বড় হলে, তাড়াতাড়ি পৌছবে ।(ক্লোজআপহাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.