আমাদের কথা খুঁজে নিন

   

সস্তা কয়লায় দূষণের ঝুঁকি বাড়ছে যুক্তরাজ্যে

দেশটির পরিবেশ বিষয়ক সংস্থার চেয়ারম্যান লর্ড স্মিথ এ সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ৪০ শতাংশ। ১৯৯৬ সালের পর থেকে এ হার সর্বোচ্চ। এ প্রবণতা কমানো না গেলে যুক্তরাজ্য সরকার সালফার দূষণ হ্রাস করা এমনকি জলবায়ু পরিবর্তন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হবে, বলেন স্মিথ। যুক্তরাষ্ট্রে গ্যাসের চাহিদা বাড়ার কারণে কয়লার দাম কমছে।

গ্যাসে কয়লার চেয়ে দূষণ কম হয়। যার কারণে যুক্তরাষ্ট্রে কার্বন ডাই অক্সাইড নির্গমণ কমেছে। কিন্তু ইউরোপীয় কয়েকটি দেশে বিদ্যুৎ উৎপাদনকারীরা নির্দ্বিধায় সস্তা কয়লাকে কাজে লাগাতে থাকায় কার্বন নির্গমণ বেড়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের হিসাবমতে, ২০১১ সাল থেকে ২০১২ সালে যুক্তরাজ্যে কার্বন নির্গমণ ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। কয়লা পোড়ানোর কারণেই এমনটি হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সালফার দূষণও বেড়েছে যুক্তরাজ্যে। ফলে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন থেকে পরিবেশকে কার্বণ দূষণমুক্ত করার জন্য সরকারকে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্মিথ। এ বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে পার্লামেণ্টে ভোটাভুটি করারও কথা রয়েছে এমপিদের।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।