সাফ গেমসের শেষে পদক না পাবার দোষটা কার ঘাড়ে পড়বে । আমার ধারনা সবকিছুই দেখা যাবে পড়ছে খেলোয়াড়দের ঘাড়ে। কিন্তু প্রতিবার সোনা জয়ের পর সকল প্রতিজ্ঞা ভূলে যাওয়া মানুষেরা সকল সময় চাপিযে দেয় দোষ তাদের উপর। আমরা নিজেরও তো দায়ী । আমাদের উচিত আমাদের সন্তানকে খেলার মাঠে পাঠানো।
পরাজয় কখনই নয়
প্রত্যাশার ফসল শূন্য
পদক যা জুটেছে
তার চেয়ে ঢের
বেশী নিন্দাবাদ
যারা গালি দেয়
হতাশার আগুনে পুড়ে
তারা কি জানে
অধপেটা খেয়ে
ঝাপাচ্ছে যে মেয়ে
জলের ভেতর
কি সে পায়
অজস্র প্রতিশ্রুতি
শুকনো আকার
সামালোচনায় ভরা
পদক তার
পদকের চেয়ে ভার
এমনই এক দল
আবার আশায় বাধে
স্বপ্নের সাম্পান
আমারাও তাদের সাথে
ভেলা ভাসাই
না জেনেই বৈঠার জোর
মোদের কাটে না কোন ঘোর
যদি তাদের স্বপ্ন আমাদের হয়
তবে মাঠে নামি আসুন মিলে সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।