ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
দাবদাহে চৈতন্যের হোমশিখা জ্বেলে
একজন কিশোরীর ছিমছাম প্রেমের সাম্পান
খরস্রোতা নদীতে উজান বেয়ে চলে।
প্রিয়লতা জানে না কোন্ সে চরে প'ড়ে আছে তার নীলাম্বরী শাড়ী
কলকল স্রোতের উত্তরবাহী একজন যুবকের হৃদয় প্রপাত
পাহাড়ী ঝোপের আড়ালে ঘর্ঘর তোলে কতোটুক্।
লুৎফা, এই বুকে প্রেমের জমিন পুড়ে যাচ্ছে অকাল খরায়
প্রাণ ছুঁই ছুঁই কোমল দু'টি পা হাঁটে না আর সবুজ করিডোরে
প্রণয়ের আরোগ্য সদনে একজন সেবিকার ভীষণ অভাব!
পলাশীর বিষণ্ন প্রান্তরে ভাগ্যাহত প্রেমিক সিরাজ
ঝাপসা চোখে একবার দেখে নেয় প্রাণপ্রিয় স্বদেশের দৈন্যদশা
প্রেমময়ী বাস্তুভিটা কেমন থেতলে যাচ্ছে কামান গোলায়
হৃদয়ের গোলাঘর থেকে উড়ে যাচ্ছে সুপ্রিয় প্রেমের ধান।
লুৎফা, এই বুকে চেয়ে দেখো কেমন দাউ দাউ দহন
বৈশাখী মেঘের লোবান নিভৃতে শুষে নেয় চোখের শিশির।
মীরণের নির্দেশের ঘন্টাধ্বনি এখনো বাজেনি
বন্দীদশা থেকে ছুটে আসো প্রিয় মনভূমে
ঘাতক ছোরায় মহম্মদী বেগ আসার আগেই
এই হাতে তুলে দাও এক গেলাস সুপেয় জল।
প্রকাশ: 17.04.1985
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।