আমাদের কথা খুঁজে নিন

   

মেটামরফোসিস 3

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

অনেকগুলো সহস্রাব্দের পর আবার মুখোমুখি, বহুবার ছেড়ে চলে যাবার পরও আসলে যাওয়া আর হয়ে ওঠেনি আমাদের কারও । আমার বিুব্ধ সময়ের বন্ধু এবং এখন পর্যন্ত সবচেয়ে নিবের্াাধ ভালোবাসাপূর্ণ। আমার চেয়েও নির্বোধ।

মফস্মলের শ্রান্ত নদীতে আমাদের অবগাহন একই সাথে। প্রথম সবকিছুর মত পরস্পরের কাছে নগ্ন। আমরা দুটো চড়ুই উড়তে গিয়ে একসাথে ব্যার্থ হয়েছি বহুবার আর বন্ধু হয়ে উঠেছি চিরকালের। খরস্রোতা নদীতে সাইকেল কাঁধে করে সেন্ডেল হারিয়ে বাসায় ফিরে ও যতটা বকা খেয়েছে আমি ততটাই মজা পেয়েছি। বাল্যপ্রেমের মত সূর্যমুখী হাতে ছুটে গেছি পরস্পরের কাছে।

ও বলে, বৃদ্ধি আমার যতটা হয়েছে ওর ততটা নয়, স্কন্ধ ওর যতটা ঝুকেছে আমার ততটা নয়। দিতে, আমি যতটা পেরেছি ও ততটা নয়। আমি আবার অপার ভালোবাসায় মুগ্ধ হই। ওর অন্ধত্ব আমাকে সবসময় সচেতন থাকার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। বুঝতে পারি সবটুকু কৃতজ্ঞতা ওর কাছেই।

কিন্তু আমি থেমে থাকিনি, ঠিক যেখানে থেমে যাওয়া বুদ্ধিমানের মত হত। আমি ওকেও থামতে দিতে চাইনি। দূরত্বের গন্ডিতে স্মরণ করার সময় এখন দিবসগুলোতে, সেটাও অনিয়মিত। ও বলে আমি একটুও পরিবর্তিত হইনি। আমি বিতর্ক শুরু করি।

বলি, অবশ্যই পরিবর্তিত হয়েছি ভালোভাবে দেখ আমি এখন লোভী শুকর, চতুর হায়েনা, সতর্ক কাক। ও বলে ধুর সব ফালতু তুই অপরিবর্তিত, একই রকম। আমি ব্যবচ্ছেদ শুরু করি প্রথমে মনোবিশ্লেষণের কাঁচি দিয়ে কেটে দেখাই, এরপর নৃবিজ্ঞানের ছুরি দিয়ে এফোঁড় ও ফোঁড় করি ও কিছুতেই মানতে চায়না। এরপর শ্রেণীর হাতুড়ি দিয়ে বোঝাই, ও বলে ব্যাথা লাগে, পুরোনো প্রেমের সুড়সুড়ি দেই ও েেপ যায় বলে, "তোর জন্যই তো, মেয়েটা কিন্তু ভালো আসিল"। আমি অভিমান দিয়ে দূরে যাই, ও বলে আবার চলে যাবি? আমি বলি যাবই তো, তোর সাথে কথা বলে মজা নাই, তুই একটা নিবের্াধ।

ও বলে, আমি নিবের্াধ হতে পারি তবে তুই কিন্তু একটুও বদলাসনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।