(ঐতিহ্যগত কারনে পারস্যের সুফী সাধক কবিরা আমাদের এ অঞ্চলে পরিচিত। শেখ সাদি, ফরিদ উদ্দিন আত্তার, হাফিজ, ওমর খৈয়াম, রুমি। যার যার ক্ষেত্রেতার স্ব মহিমায় আসীন। রুমীর অসাধারণ ভাল লাগা একটি কবিতা এখানে তুলে ধরছি। )
বি ক ল্প বি ন ্যা স
এমন এক জন কে আমরা পেয়ার করি
যে আমাদের হত্যা করে
ঠেলে দেয় সমুদ্রের তরঙ্গের কাছে।
আমরা ভালবাসি এই মৃত্যু।
অদমেরাই শুধু বলে, ধৈর্য্য ধর
কাল না হলে পরশু।
তলোয়ার শানিত হোক, এড়িয়ে যেওনা
এই বন্ধুর সুরুতই ভীতিকর শুধু
তোমার আত্মাকে বিন্যস্ত করে
বাতাসের দুর্গম পাহাড়ের ওপর
পড়েছে তোমার শানিত বাজ।
যীশু তার ক্রুশের ওপর, হাল্লাজ
সে সব অসম্ভব মৃত্যুসমুহের ওপর,
যে সব গোপন করেছেন তিনি।
ধুর্ত নিন্দুকেরা জানে
প্রতি টা পলকে তারা কিসের ফন্দি আটে।
অতশত না ভেবে নিজেকে
বিলিয়ে দাও প্রেমের কাছে।
কারন ভোরের সুর্য প্রত্যহ
উদিত হয় নিভিয়ে দিয়ে সব
তারা আর মোমবাতিদের
(কোলম্যান বার্কসের সোল অব রূমীর দ্্বীতিয় পরিচ্ছেদ থেকে দুর্বল অনুবাদ। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।