একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই গোধূলীর আড়াল থেকে তন্বী সন্ধ্যাগুলো টুকে টুকে খায় এক জোড়া বুভুক্ষ চোখ । বহু সুরাহীন রাত কাটিয়েছে যারা বিগত যৌবনে। সাকীর পেয়াল ভরে মদিরা জোছনার কোলে ঘুমিয়ে যাবে তারা বোহেমিয়ান সুরে। নাগরিক দুঃখ ভুলে নারসিসাস নেশার ঘোরে কোনো এক মধুবনে। প্রেমভিসারে কাটায় বাসর উপোল সময়ে। বেদুঈন ঝাঁপিতে ঘাপটি মেরে থাকে চন্দনা ভালোবাসার টানে শঙ্খনাদ উড়াল দেয় অজানা উত্তরে। তামাটে চালসে ধ্যান করে শুশুক আকরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।