আমাদের কথা খুঁজে নিন

   

একজন মাহাথির চাই



বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিশ্বের রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশ নামে একটি ভূখন্ড আছে। একটি মানচিত্রই কি স্বাধীনতা, স্বাধীনতা কি এতই হালকা জিনিস? আমদেও ব্যাক্তি স্বাধীনতা, সামাজিক, ধর্মীয় বা অর্থনৈতিক স্বাধীনতা কতটুকু? জাপান বা জর্মানীর দিকে তাকিয়ে আমরা অবাক হই। কি করে তারা পৃথিবীর 2য় ও 3য় বৃহত্তম অর্থনৈতিক প্রবিদ্ধিও দেশে পরিণত হয়েছে যারা 2য় বিশ্বযুদ্ধে যারা পুরোপুরি বিদ্ধস্ত হয়েছিল!! অথচ আমরা স্বাধীনতার 35 বছর পার করার পরও 70% লোক দরিদ্র রয়ে গেছি। ওদিকে ভারত ও চীনও এগিয়ে যচ্ছে।

তাহলে আমারা পারছিনা কেন? আমরা পারছিনা এজন্য যে আমাদের মাঝে জাপানী বা জর্মানীদের মত জাতীয় ঐক্য নেই। আমাদের তথাকথিত নেতারা ব্যার্থ হয়েছে ঐক্য গড়তে। তাদের কাজ হল অন্যের সমালোচনা করে সাধারণ মানুষকে উত্তেজিত করা। রাজাকার, সৈরাচার, বাকশালের মত শব্দ উচ্চারণ করা; হরতাল করা আর এভাবে সস্তা রাজনৈতিক ফায়দা লোটা। এভাবে আমাদের প্রিয় দেশকে তারা পেছনে নিয়ে যাচ্ছে।

পার্শবতর্ী দেশ ইন্ডিয়ার কংগ্রেস নেত্রী স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন কেন আমাদেও নেত্রীগণ একটু ভেবে দেখবেন কি? যাহোক তারপরও আমরা আশাবাদী, আমাদের দেশে এক মাহাথির মোহাম্মদের জন্ম হবে, আবার জন্ম হবে কোন মুজিব বা জীয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.