প্রাপ্তি দিন দিন পাইক্যা টসটইস্যা হইতাছে ।
ইদানিং তিনি যেইসব ডায়ালগ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হইল নিম্নরুপ ঃ
>> পু , জানো ঐ আংকেল না আন্নু কে ( এক লারকি আনজানি সি'র নায়িকা ) আই লাব উ বলছে
>> আম্মাকে বলছে 'দাদু আমি বাসায় যাই '। আম্মা দুষ্টুমি করে বললো ' কোন বাসা ?'
বিজ্ঞের মত উত্তর দেয় ' ঐ যে আমলা যে বাসায় ভালা ( ভাড়া ) থাকি '
>> পু , কম্পি ( কম্পিউটার ) তা একতু ছালো তো ।
কি করবা ?
>> ঐ যে তোমার মত তিপাতিপি ( টেপাটেপি ) কলবো
>> পু , আমার দুই হাতে দুই কালালের ( কালারের ) লেল পালিশ নাগাইয়া দাও ।
আরো যে কত কি শুনতে হইলে আইসা পড়েন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।