বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, সংসদে ধর্মীয় শিক্ষাবিরোধী আইন পাস হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। গতকাল এক বিজ্ঞপ্তি বেফাক মহাসচিব আরও বলেন, কওমি মাদরাসাগুলো নিয়ন্ত্রণের জন্য সরকার 'কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ' নামে একটি কমিটি গঠন করতে যাচ্ছে। আইনের খসড়া প্রস্তুত করে চলতি সংসদ অধিবেশনে বিল উত্থাপনের প্রস্তুতি নিয়েছে। খসড়াটি বিল আকারে উত্থাপিত হলে সংসদে আইন পাস হলে কওমি মাদরাসার অস্তিত্ব ধ্বংস হবে। আর বাস্তবায়ন হলে ধর্মীয় শিক্ষার স্বাধীনভাবে পথচলা ও ধর্মীয় আকিদা বিশ্বাস অক্ষুণ্ন রাখার পথ রুদ্ধ হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।