আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী পক্ষ ছাড়া শান্তি বৈঠক নয় : ব্রাহিমি

সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের শান্তি দূত লাখদার ব্রাহিমি গতকাল বলেছেন, দেশটির যুদ্ধ অবসানে জেনেভায় প্রস্তাবিত শান্তি সম্মেলন বিরোধী পক্ষের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হবে না।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি উদ্যোগের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে আঞ্চলিক সফরের উদ্দেশ্যে বৈরুত গমনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে ব্রাহিমি বলেন, 'বিরোধী পক্ষ অংশগ্রহণ না করলে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হবে না।' সিরিয়ার জনগণকে সহায়তা ও তাদের সমস্যা সমাধানই প্রস্তাবিত সম্মেলনের উদ্দেশ্য উল্লেখ করে প্রবীণ এই আলজেরীয় কূটনীতিক বলেন, 'বিরোধী পক্ষের অংশগ্রহণ অপরিহার্য, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ।'

বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, সিরিয়া সরকার জেনেভা সম্মেলনে যোগ দিতে সম্মতি জানিয়েছে।' প্রধান বিরোধী জোটের প্রসঙ্গে তিনি বলেন, 'বিরোধী পক্ষ ন্যাশনাল কোয়ালিশন হোক বা অন্যরা হোক তারা সম্মেলনে প্রতিনিধিত্বের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। ন্যাশনাল কোয়ালিশন জেনেভা সম্মেলনে যোগ দেওয়া না দেওয়া প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে আগামী ৯ নভেম্বর বৈঠকে বসবে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.